কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসরাইল হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমানসহ রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই জানান, অভিষেক অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে আয়োজনে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।