স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়ায় আলোকচিত্র ও ভিডিওগ্রাফি পেশায় যুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে ‘সাজ ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের’ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি সবুজ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে কুলাউড়ার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলু, সহসভাপতি: রুমন সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক শাহিন সানি, প্রচার সম্পাদক রুহুল আমিন রাজ্জাক, সহ-প্রচার সম্পাদক ইমাদ হোসেন, দপ্তর সম্পাদক জাকির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক শাওন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জয় মালাকার, ক্রীড়া সম্পাদক মিতুল দেব, আইটি সম্পাদক সুমিত মল্লিক।
নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, তারা এই অ্যাসোসিয়েশনকে ব্যবহার করে সদস্যদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং কুলাউড়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।