✍️ নিজস্ব প্রতিবেদক | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে উদ্ধারকৃত সরকারি খাস জমি পরিদর্শনে এসেছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বুধবার (৩ জুলাই) সকালে তিনি সরেজমিনে কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত জমি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে জমির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক এ সময় জানান, “সরকারি খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এই প্রক্রিয়ায় কারো প্রভাব কিংবা অনিয়ম সহ্য করা হবে না।”
পরিদর্শনকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।