✍️ নিজস্ব প্রতিবেদক | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারে অবস্থিত ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’-এর পাঁচতলা বিশিষ্ট আধুনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আজ শুক্রবার (৪ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’-এর নিয়মিত শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। বর্তমানে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রি-প্রাইমারি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।
গত ২১ অক্টোবর ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটিকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়। ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায় পর্যন্ত শ্রেণি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নতুন পাঁচতলা ভবনটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হবে এবং নির্মাণকাজ ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়।
আশা করা হচ্ছে, এই অবকাঠামোগত সম্প্রসারণ প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে এবং জেলাব্যাপী মানসম্মত শিক্ষার প্রসারে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।