স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
কুলাউড়ার কর্মধায় আদালত থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সর্বস্ব লুট করেছে এক প্রবাসীর স্ত্রীর।, গুরুতর আহত মনোয়ারা বেগমকে(৩৫)কে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কুলাউড়া সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা সোচনীয় হওয়ায় কর্তব্যরত ডাক্তার মনোয়ারাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাটি গত ৩০ জুন সন্ধায় কর্মধার পুর্ব টাট্টিউলি গ্রামে ঘটেছে। এ ঘটনায় প্রবাসী নুর মিয়ার স্ত্রী ভিকটিম মনোয়ারা বেগম বাদি হয়ে কুলাউড়া থানায় হামলাকারী পু্বটাট্রিউলি গ্রামের আব্দুর রহমান (৪০), সফিক মিয়া (৬৫), জয়নাল মিয়া (৩০) সাহিদ আলী (২৩), হারুন মিয়া সহ ১৩ জন বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। এজাহার সুত্রে জানা যায় পুর্ব টাট্টিউলি গ্রামের প্রবাসী নুর মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম মৌলভীবাজার আদালতে মামলার হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে পুর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা মনোয়ারা বেগমকে গতিরোধ করে লাঠি সোটা দিয়ে পিটিয়ে ৩ টি মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মহিলার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা মোবাইল ফোন টাকা পয়সা স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরে ভিকটিম নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দিলে কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের কবল হতে দুইটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান জনান, ঘটনাস্তল পরিদর্শন করেছি। ভিকটিম চিকিৎসা শেষে আসার পর পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করবো। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আফসার জানান অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।