কুলাউড়ার দর্পণ রির্পোট।।
বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা ৫ জুলাই,২৫,শনিবার কুলাউড়ার জয়পাশা পরিদর্শন কালে স্হানীয় জনগণ রেলক্রসিং না থাকার চরম ভোগান্তির বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি ২টি রেলক্রসিং স্হাপন করে সমস্যার সমাধানের জন্য রেল কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রেলক্রসিংয়ের অভাবে কুলাউড়া -জয়পাশা রোডে কোন যান চলাচল করতে পারে না। কোমড়সম দেয়াল দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঐতিহ্যবাহী এলাকাটি গুরুত্ব হারিয়েছে।
অপরদিকে সরাসরি যান চলাচলের সুযোগ না থাকায় জরুরী রোগীদের সরাসরি হাসপাতালে না নিতে পারায় অনেকে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।
শিক্ষার্থীসহ জীবনমান উন্নয়নে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
উল্লেখ্য, আবেদ রাজার পিতা সাবেক এমপি মরহুম এএনএম ইউসুফ পার্শ্ববর্তী রেলওয়ে ঈদগাহ এবং আবেদ রাজার আন্দোলনে রেল স্টেশনের ওভার ব্রীজ উঁচু হয়েছিল।ওভার ব্রীজ নিচু থাকার কারণে ট্রেনের ছাদে থাকা অনেক লোক ওভার ব্রীজের ধাক্কা খেয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।