✍️ নিজস্ব প্রতিবেদক | কুলাউড়ার দর্পণ হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার, ৫ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ শাহানুর ইসলাম এবং এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাধবপুর থানাধীন পশ্চিম মাধবপুর এলাকায় অবস্থিত সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত গ্যারেজে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোট ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা পরিত্যক্ত অবস্থায় গ্যারেজের ভিতরে রাখা ছিল।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
–
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।