রাজনগর প্রতিনিধি : রাজনগর ও জুড়ী থানা পুলিশের অভিযানে ২টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ৪ জুলাই গভীর রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন খাঁন জুড়ী থানার অফিসার ইনচার্জ মুর্শেদ আলম ভূইয়া ও এএসআই তৌহিদুর রহমান অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের ফখরুল আলী নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে ২টি চোরাই গরু উদ্ধার করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন খাঁন জানান, ৪টি গরু চুরি হলে রাজনগর থানার মামলা নং-০১(০৪)২০২৫ মামলা দায়ের হয়। এর মধ্য ২টি উদ্ধার করা হয়েছে। অন্য দুটি গরু উদ্ধার এবং আসামিদেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।