1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

একমাসেও সুরাহা করেনি বিলাস বাস কর্তৃপক্ষ- কুলাউড়ায় আমিরাত প্রবাসীর দেড়লক্ষ টাকার মালামালসহ লাগেজ উধাও!

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো: শামীম মিয়া (৪৭) গত ১০জুন দেশে আসেন। রাত সাড়ে ১১টায় টঙ্গি বিলাস বাস কাউন্টার থেকে কুলাউড়া আসেন। দুটি লাগেজ ট্যাগ লাগিয়ে বাসের সুপারভাইজারকে বুঝিয়ে দেন। সকালে কুলাউড়া নামার সময় একটি লাগেজ উধাও। প্রায় দেড় লক্ষ টাকার মালামালসহ লাগেজটি না দিয়ে বাস বিয়ানীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের সুপারভাইর ও কর্তৃপক্ষ একমাস অতিবাহিত হলেও সুরাহার না করে এখন আর ওই প্রবাসীর ফোনই রিসিভ করে না। নিরুপায় হয়ে ওই প্রবাসী কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রবাসী মো:. শামীম মিয়া অভিযোগ করেন, ঘটনার পরদিন বাসের সুপারভাইজার আমার লাগেজ (ট্যাগ নং ০৪৩০৬৮) এর কোন সরাহা না করিয়া যাত্রীদের মোবাইল নাম্বার সংবলিত একটি সিট আমাকে ধরিয়ে দেন। আমি একেক করে সকল যাত্রীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করি। আমি নিশ্চিত বিলাস পরিবহন (ঢাকা মেট্রো ব নং ১২-৪৪৫৮) এর সুপার ভাইজার কুলাউড়া আসার আগেই আমার লাগেজটি সরিয়ে ফেলে। নতুবা তাদের চক্রের লোক মারফত বাসের সুপারভাইজার আব্দুল মান্নান লাগেজটি সরিয়ে ফেলে। বিষয়টি নিয়ে বাসের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সুরাহা পাইনি। আমার এক সহকর্মী ও আমার অনেক মুল্যবান মালামাল ছিলো লাগেজটিতে। আমি আমার সহকর্মী এবং পরিবারের কাছে কোন জবাব দিতে পারছি না। আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

ওই বাসের সুপারভাইজার আব্দুল মান্নানের ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৫৭৬-৬৭৩১৪৪ টিতে যোগাযোগ করলে ফোনটি ব্যবহৃত হচ্ছে না বলে অপারেটর থেকে প্রতিউত্তর আসে।

বাসটির ফোরম্যান শাহরিয়ার শিপলু’র ব্যক্তিগত নাম্বারে ফোন দিলে কাউন্টার থেকে জানানো হয়, তিনি বাইরে আছেন।

এব্যাপারে কুলাউড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মালিক জানান, ঘটনা সত্য। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট