1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে নৌকাসহ ৩০ লাখ টাকার ভারতীয় গরু জব্দ মৌলভীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ নাদেলের বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ, বিএনপি নেতাদের নিন্দা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু কুলাউড়ায় পৃথিমপাশা বিএনপির কাউন্সিল সম্পন্ন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের সিস্টেমটি নষ্ট করে দিয়েছে-ময়ূন! পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ফের বুরহান উদ্দিন ময়েজ,সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ কুলাউড়ার – জুড়ী ৪৪ বছরেও মাটির নিচেই পড়ে আছে ইউরেনিয়াম! রবিরবাজারে রাস্তার পাশে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের জামায়াতের আমিরের রোগমুক্তি কামনায় বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্মরণে সড়কের নামকরণের দাবি — এড. আবেদ রাজা

সন্ধ্যায় নিখোঁজ, সকালে গাছের সাথে বাঁধা মিললো কলেজছাত্র হৃদয়ের লাশ

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগান থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ জুলাই) সকালের দিকে চা বাগানের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় বাগান শ্রমিকরা। খবর পেয়ে ফিনলে কোম্পানির কাকিয়াছড়া চা-বাগানের ১নং সেকশন থেকে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

নিহত হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার লিটন মিয়ার ছেলে। সে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না হৃদয়ের। সোমবার সকালের দিকে বাগান শ্রমিকরা কাজে গেলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেওয়া হয়।

এ ঘটনায় বাগানের শ্রমিকরা জানান, বেশ কয়েক বছর থেকেই মাঝে মাঝে চা বাগানে লাশ পাওয়া যায়। বাগানে বড় সীমানা প্রাচীর না থাকায় যে কেউ বাগানে ঢুকতে পারে। আর এ সুযোগেই এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তারা।

নিহত হৃদয় আহমেদ এর আম্মা হাসিনা বেগম জানান, তাদের পরিবারের একমাত্র সন্তান হৃদয় আহমেদ। এই ঘটনা তিনি মেনে নিতে পারছেন না। দেশের মানুষ ও প্রশাসনের কাছে তিনি ছেলের জন্য ন্যায় বিচার প্রার্থনা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘চা বাগানে মরদেহের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করি। এ ঘটনার আলামত সংগ্রহের জন্য আরও কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!