স্টাফ রিপোর্টার।।
কুলাউড়া উপজেলায় এসএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এবার ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে।
এছাড়া অন্যান্য বিদ্যালয়গুলোর মধ্যেও ভালো ফলাফলের ধারা লক্ষ করা গেছে। জালালাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, এবং ডানকান ক্যামেলিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয় প্রধানরা ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের নিবেদনকে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন।
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,
“এটা আমাদের জন্য অনেক গর্বের। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।”
অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতেও শিক্ষার্থীরা এমন কৃতিত্ব অব্যাহত রাখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান,
এই বছর কুলাউড়ার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। বেশিরভাগ বিদ্যালয়ে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে, যা আমাদের শিক্ষাব্যবস্থার উন্নতির প্রতিফলন।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।