কুলাউড়ার দর্পণ রির্পোট।।
আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে বিপৎসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, যদি কুশিয়ারার পানি বেড়ে যায়, তাহলে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তার পানি বাড়লে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আর, ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টায় এই জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানির পরিমাণ কমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
নিউজ বিবিসি বাংলা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।