স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের কৃতিসন্তান, কাতার প্রবাসী করিম আহমেদ আর নেই। গতকাল ১০ জুলাই (বুধবার) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দোহায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানা যায়, করিম আহমেদ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে গতকাল তিনি মৃত্যুবরণ করেন।
প্রয়াত করিম আহমেদ তিনি চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের ভাই। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি কাতারে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের আবহ বিরাজ করছে।
বর্তমানে মরহুমের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।