স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে ক্ষুব্দ বিএনপির নেকাতর্মীরা। তাদের অভিযোগ, সবক’টি ওয়ার্ডে কাউন্সিলে কমিটি হলেও মোটার অঙ্কের অর্থের বিনিময়ে বিগত ফ্যাসিস্টদের সুবিধাভোগীদের নিয়ে গোপন আতাতের মাধ্যমে কমিটি উক্ত ওয়ার্ডে কমিটি ঘোষণা করা হয়।
এনিয়ে ৮নং ওয়ার্ড আহবায়ক কমিটির ৫১ সদস্যসহ ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা গতকাল( ১১ জুলাই) শুক্রবার বিকেলে কমিটি বাতিলের দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন করীম ময়ুনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিগত কয়েকমাস পূর্বে ৫১ সদস্য বিশিষ্ট বরমচাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। তখন বলা হয় কাউন্সিলের মাধ্যমে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে। সে লক্ষে সভাপতি পদে ফারুক আহমদ ও ময়ুব মিয়া এবং সম্পাদক পদে সাবির উদ্দিন ,জয়নুল ইসলাম প্রার্থী হয়ে প্রচারনা চালান। কিন্তু গোপনে বিগত দিনে আওয়ামীলীগের সাথে সামিল হয়ে নৌকার পক্ষে কাজ করেছেন এধরনের বিতর্কিত ব্যাক্তিকে সভাপতি করে গোপনে বিনা কাউন্সিলে দলের নিবেদিত কর্মীদেরকে বাদ দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করায় চরম বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন ওয়ার্ডের শত শত বিএনপির নেতা কর্মীবৃন্দ। তারা পকেট কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ও জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ বলেন,‘আমরা ১৫/১৬ বছর আওয়ামীলীগের অত্যাচার নির্যাতনে অতিষ্ট হলাম এবং দল পরিচালনা করলাম। এখন গোপনে আওয়ামীলীগের কাছ থেকে সুবিধাভোগী ফখরুল ইসলামকে সভাপতি করা হয় গোপনে।
এব্যাপারে বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর জহুর ডেন জানান, ৮ নং ওয়ার্ড কমিটি সিলেকশনে করেছি। সবাইকে মূল্যায়ন করা হবে। ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে তাদের রাখা হবে।
এব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান বলেন,বিষয়ে সমাধানের জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। কিন্তু ফারুক আহমদরা না আসায় সমাধান করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।