স্টাফ রিপোর্টার।।
১২ জুলাই, ২৫, শনিবার কুলাউড়া রেল ষ্টেশন – জয়পাশা লিংক সড়কে একটি ভাংগা কালভার্ট বিএনপির নেতা-কর্মীরা মরামতের পর যান চলাচল উদ্ভোধন করেন বিএনপি নেতা এড আবেদ রাজা।
উক্ত কালভার্ট ভাংগার কারণে অনেক যানবাহন দুর্ঘটনায় পতিত হয়ে মানুষজন আহত হচ্ছিল। বিষয়টি এড আবেদ রাজার নজরে আসলে তিনি বিএনপি নেতা-কর্মীদের মেরামতের আহ্বান জানালে তারা মেরামতের পদক্ষেপ নেয়।
উদ্ভোধনী কালে আবেদ রাজা কুলাউড়ার প্রত্যেেক এলাকায় সকলকে নিয়ে ছোট ছোট সমস্যা সমাধানের আহ্বান জানান। এতে তার সাথে বা স্হানীয় বিএনপির সাথে যোগাযোগ করলে সহায়তার আশ্বাস দেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাবেক সাংগঠনিক সুফিয়ান আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কদ্বয় আঃ মন্নান ও অলিউর রহমান চৌধুরী শিপলু, স্হানীয় বিএনপি নেতা শামিম আহমদ, আঃ মুছাব্বির বাদশা, সাবেক কাউন্সিলর জহিরুল হক খান খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।