1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে ৩৬ কোটি টাকা বৃত্তির অফার পেলেন মীম কুলাউড়ায় জয়পাশায় পুলিশের অভিযান, সন্ত্রাসী সাজেদ গ্রেফতার ৯ আগস্ট ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল আমীরে জামায়াতের সুস্থতা কামনায় মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত।  ব্রাহ্মণবাজারে এবতেদায়ী মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট-ঢাকা রেলপথে সীমাহীন দুর্ভোগ: স্পেশাল ট্রেন বরাদ্দের দাবি যাত্রীদের অভিযোগ অধ্যক্ষ ও কেন্দ্র সচিবের বিরুদ্ধে কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষায় ১৪৪ ভঙ্গ কুলাউড়ায় ডিবির অভিযানে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বড়লেখায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

কুলাউড়ার জয়চন্ডীতে পাহাড়ী ঢলে বিজয়া-পাঁচপীর রাস্তাটির বেহাল অবস্থা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়ায় চলাচলের একটি রাস্তা রক্ষার জন্য বিলাপ করছেন এলাকার লোকজন। রাস্তাটি রক্ষার্থে বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন কাজ না হওয়াতে অনেকটা হতাস হয়েছেন তারা।

জানা যায়, মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া বাজার থেকে পাঁচপীর জালাইসহ আশপাশের ৩-৪টি এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তাটি আজ বিলীনের পথে। এই রাস্তার ১০নম্বর এলাকায় টিলা কেটে মাটি ও পাথর খেকো একটি চক্র দির্ঘদিন থেকে বিক্রি করছে। যারফলে পাহাড়ী ঢলে টিলা ভেঙ্গে রাস্তায় এসে লেগেছে। যে কোন সময় রাস্তাটি ভেঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এ নিয়ে মানুষের প্রতিবাদের মুখে গত বছর সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন অভিযান চালিয়ে মামলা দায়ের করলে কিছুদিন বন্ধ ছিলো মাটি খেকো চক্র। কিন্তু গত তিন মাস থেকে সেই চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও টিলার মাটি ধ্বসে গিয়ে পাশের মসজিদটিও হুমকির মুখে রয়েছে।

পাঁচ পীর জালাই এলাকার বাসিন্দা দুলাল আহমেদ, আব্দুল করিম, খোকন মিয়া, মোস্তফা মিয়া, জয়নাল আবেদীন, সজীব মিয়া, চান মিয়া, তাজির মিয়া, গোগালী ছড়া এলাকার

কালা মিয়া, জামাল উদ্দিন, আব্দুর রহিম আলো, রিয়াজুল ইসলাম, হান্নান মিয়া, বৈটাং জালাই এলাকার মনির মিয়া, আব্দুল হামিদ, রমজান আলী, উত্তম উরাং, রবি খাড়িযাসহ অনেকেই বিলাপ করে জানান, এই রাস্তাটি ভেঙ্গে গেলে তাদের সহজে যাতায়াতের আর কোন পথ খোলা থাকবে না। মেম্বার, চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে গেলেও রাস্তাটি মেরামত বা রক্ষার্থে কেউই এগিয়ে আসছেন না।

তারা অভিযোগ করে আরও বলেন, মাটি ও পাথর খেকো চক্রটিকে বন্ধ করতে না পারলে এই রাস্তাটি রক্ষা করা যাবে না। এই রাস্তাটি রক্ষার্থে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো: মনু মিয়া জানান, বিজয়া-পাঁচপীর জালাই সড়কের ১০ নম্বর স্থানের রাস্তাটি আসলেই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। একটি বরাদ্দের জন্য আমি বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি।

এ ব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য জানান, খবর পেয়ে তিনি রাস্তাটি পরিদর্শন করেছেন। আসলেই জায়গাটি ঝুকিপূর্ণ। উপজেলায় বরাদ্দের তালিকায় গুরুত্বসহকারে এটি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে। তাছাড়া মাটি ও পাথর খেকো চক্রের বিষয়টিও তিনি ইউএনও মহোদয়কে জানিয়েছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, স্থানীয় চেয়াম্যানের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। বরাদ্দ আসলেই অগ্রাধিকার ভিত্তিতে সেটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাটি ও পাথর খেকো চক্রের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!