স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ওমর ফারুক। তিনি পূর্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কুলাউড়ার নতুন ওসি হিসেবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন।
যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি মোঃ ওমর ফারুক বলেন,
“জনগণের আস্থা অর্জনই আমার মূল লক্ষ্য। কুলাউড়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সকল স্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।”
এর আগে কুলাউড়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন গোলাম আফসার, যিনি এবার তৃতীয়বারের মতো বদলি হয়ে হবিগঞ্জে যোগদান করেছেন।
স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।