জেলা প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চা বাগানের লেকে কিনু বাউরী (২৪) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শমশেরনগর চা বাগানের ১৪ নম্বর সেকশনের লেক থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে একই বাগানের চা শ্রমিক বধু বাউরীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১৩ জুলাই) বিকাল থেকে কিনু বাউরী নিখোঁজ ছিলেন। সোমবার সকালে চা শ্রমিকরা বাগানে কাজে যাওয়ার পথে লেকের মধ্যে ভাসমান মরদেহ দেখতে পান। পরে নিহতের পরিবার মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।