স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তরুণদের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
সোমবার (১৪ জুলাই ২৫) বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্টিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মককর্তা রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ছয়ফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: জাকির হোসেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা নিবাস পাল,প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি, পরিবার কল্যাণ সহকারী সুরভী রানী পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির হোসেন,পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজনা বেগম,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অমলেন্দু চক্রবর্তী প্রমুখ।অনুষ্টানে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় সুরভী রানী পালকে শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারী, মনির হোসেনকে শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক, সাজনা বেগমকে শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা, অমলেন্দু চক্রবতীকে শ্রেষ্ট উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে এবং শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ হিসাবে ভাটেরা ইউনিয়ন পরিষদকে পুরষ্কৃত করা হয়।
কুলাউড়ায় জনসংখ্যা দিবসে প্রধান অতিথি ইউএনও মো:মহি উদ্দিন বক্তব্য – ভিডিও চিত্র
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।