বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা জাসাস। নাট্য ব্যক্তিত্ব তাজুল ইসলামকে আহ্বায়ক ও জালাল আহমদকে সদস্য সচিব করে গঠিত ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটিকে ১২ জুলাই রাতে অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা জাসাসের আহ্বায়ক শামসুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসিম উদ্দিন। নবঘোষিত আহ্বায়ক কমিটিকে উপজেলা অধীন পৌরসভা ও ইউনিয়নগুলোর কমিটি গঠনে জেলা জাসাসকে অবহিত পূর্বক আগামি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক বৃন্দ হচ্ছেন- শিক্ষক ও নাট্যকার ইসলাম উদ্দিন, সামছ উদ্দিন সমছ, জুবের রেজা, শরফ উদ্দিন, জয়নাল আবেদীন, সবুর উদ্দিন আহমেদ, ইমদাদুল হক মান্না, শরিফ উদ্দিন, সাজু আহমদ, সালমান শাহ, জুনেদ আহমদ, আব্দুর রব, সদস্য রেদুয়ান আহমদ, আসুকুর রহমান জাবেল, আয়াজ বাঙ্গালী, ফয়েজ আহমদ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।