
স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের এক ব্যতিক্রমী পরিবারের পাঁচজন সদস্যই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। মানবিক বিবেচনায় সরকারের সমাজকল্যাণ কার্যক্রমের আওতায় এই পরিবারের আরও দুই সদস্য—হীরা গড় ও কানাইলাল গড়—সম্প্রতি পেয়েছেন সুবর্ণ নাগরিক কার্ড।
জুলাই ২০২৫ থেকে তারা সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেতে শুরু করবেন বলে জানা গেছে। এই পরিবারের একজন সদস্য ইতিপূর্বেই এই সুবিধা পেয়ে আসছেন। অবশিষ্ট দুই সদস্যের অনলাইন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
সুবর্ণ নাগরিক কার্ড হস্তান্তর করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।