ষ্টাফ রিপোর্টার।।
কুলাউড়ায় বাংলাদেশ জাসদ উপজেলা শাখার আয়োজনে ২০২৪ সালের জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরস্থ শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। তিনি শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আদর্শ বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সহসভাপতি সোহাগ মিয়া, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, প্রবীণ জাসদ নেতা আব্দুল লতিফ কালা, পৌর জাসদের সভাপতি নিয়ামত খান, সিনিয়র সহসভাপতি আব্দুল করিম বাচ্চু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, যুব জোট উপজেলা শাখার সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, জাতীয় চা শ্রমিক জোটের নেতা চন্দন গৌড় এবং জয়চণ্ডী ইউনিয়ন জাসদ নেতা ইমাদুল ইসলাম প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।