স্টাফ রিপোর্টার: জনসেবামূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত “মানবিক টিম কুলাউড়া ইউনিট” আগামী এক বছরের জন্য তাদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে। সংগঠনের গঠনতন্ত্র ও নির্ধারিত নীতিমালার আলোকে নতুন এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো: নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আব্দুস সামাদ ও সাংগঠনিক তৌহিদুল ইসলাম তায়েফ। এছাড়া সি: সহ: সভাপতি মোঃ আনোয়ার হোসেন (ইমু) সহ সভাপতি আবু-বক্কর সিদ্দিক, সহ সা: সম্পাদক মোঃ নুরুজ্জামান রাসেল, যুগ্ম- সা: সম্পাদক মোঃ সোহেল আহমেদ,
সহ সাংগঠনিক সম্পাদক তপন দাস, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুজ্জামান মাহভী, প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান হোসাইন, সহ প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, শিক্ষা বিষয়ক সম্পাদক শাওন সাগর মল্লিক, সহ শিক্ষা বিষয়ক সম্পদাক তাহমিদুর রাহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক মোছাঃ সাদিয়া আক্তার, সহ নারী বিষয়ক সম্পাদক রেবিনা বেগম, তাহমিনা জাফরিন প্রিতি, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, সহ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুস সামাদ, সদস্য এমদাদুল হক চৌধুরী, সুজন দেবনাথ, ইয়াছিনুর রহমান নাঈম, রুহেল চৌধুরী, আতিক আল হাসান, মিজানুর রহমান, মুজাহিদ মামুন, মনির চৌধুরী, মাওঃ রেজাউল করিম, মোঃ রুবেল হোসাইন, সুলেমান আহমেদ, নাসিম আহমেদ, আশরাফ ইসলাম, আহমেদ হাসান, সুজেল আহমদ,আবিদুর রহমান জসিম, শরিফ আহমদ, কামরুল ইসলাম, সাকিবুর রহমান স্বাধীন, শাহ আলম, আমিনুল ইসলাম, সুদিপ্ত চক্রবত্রী,জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম শিপন, আব্দুল্লাহ খান রাজন, আব্দুল্লাহ আল মামুন, তামিম আহমদ, আব্দুস সামাদ, আবু সুফিয়ান, মোঃ জুনেদ আহমদ
১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার কুলাউড়ার একটি এতিমখানা মাদ্রাসায় শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে প্রধান সমন্বয়ক সফি আহমেদ পিপিএম ও উপদেষ্টা নজরুল ইসলাম রিপন এর সাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মো: নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ তাদের বক্তব্যে জানান, আমরা মানবিক টিমের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে চাই। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করব এবং এই যাত্রায় সবার সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, মানবিক টিম কুলাউড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।