স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরের নাম মোঃ তানিম হোসেন (১৪), সে স্থানীয় লালা মিয়া সাহেবের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুলাই) সকাল ৭টা নাগাদ বড়লেখা উপজেলার আব্দে বারী (রহ.) হাফিজিয়া মাদরাসা, চান্দগ্রাম থেকে হঠাৎ নিখোঁজ হয় সে। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় খোঁজাখুঁজি চললেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
তানিম হোসেনকে কেউ দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে:
মোবাইল নম্বর: ০১৭১৬৮৭৬১০২
পরিবার ও স্থানীয় বাসিন্দারা সবাইকে অনুরোধ জানিয়েছেন—বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুন এবং পোস্টটি শেয়ার করুন, যাতে দ্রুত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।