1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

আইন-শৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে শহরের এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনী হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি মাড়িয়ে এ জাতির আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে। শহীদ জিয়ার আদর্শই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। তাঁর উত্তরসূরি তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার ও অশালীন অপপ্রচার চলছে তা এক ভয়াবহ ষড়যন্ত্রের অংশ। যারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন,যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা এ জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। এদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুবদল দেশের প্রতিটি উপজেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে সজাগ ও সংগঠিত। আমরা আর নিশ্চুপ থাকবো না। যারা অরাজকতা ও অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায়, তাদের রুখে দিতে যুবদল সদা প্রস্তুত।

প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মৌলভীবাজার জেলা যুবদল সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, মব সৃষ্টির নামে রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এবার আর সহ্য করা হবে না। শহরের তরুণদের অংশগ্রহণে এ বিক্ষোভ ছিল শক্তি ও সংগঠনের এক সুস্পষ্ট বহি:প্রকাশ। নেতারা ইঙ্গিত দেন, সারাদেশের যুবদল এখন সংগঠিত, প্রস্তুত, এবং নেতৃত্বের নির্দেশেই রাজপথে হবে চূড়ান্ত জবাব। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলার ও পৌর ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট