স্টাফ রিপোর্টার:
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী এবং বহুল আলোচিত আনজুম হত্যা মামলায় নতুন গতি নিয়ে আসছেন কুলাউড়া থানার নবাগত ওসি ওমর ফারুক। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক নিজে আনজুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেছেন।
তদন্ত কার্যক্রম ও ঘটনাস্থল সরেজমিনে প্রদর্শন শেষে ওমর ফারুক বলেন, আমারও মেয়ে রয়েছে এই আনজুমকে আমার নিজের বোন মনে করে এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা করণীয় সব করব। এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আশ্বাস প্রদান করেন তিনি।
নবাগত ওসি আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে নতুন করে তদন্তে নিয়ে আসায় স্থানীয়দের মধ্যে অনেকটা হতাশা দূর হয়েছে। তারা মনে করেন আনজুম হত্যার মামলা নিয়ে অবহেলা, ধামাচাপা, হুমকি ও প্রভাবের বিরুদ্ধে গিয়ে এবার হয়তো সত্য বেরিয়ে আসবে এবং আনজুম ও তার পরিবার ন্যায় বিচার পাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।