1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

একটি ভালো প্রতিষ্ঠান হাজারো ইউএনও-ডিসি তৈরি করে দুই গুণী শিক্ষক সংবর্ধনায় ইউএনও মহিউদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র দুই শিক্ষক আব্দুর রকিব ও চিন্ময় দে-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়। আবেগাপ্লুত হয়ে যান উপস্থিত ব্যক্তিগণ। একই বিদ্যালয়ে ৫ বছর শিক্ষাজীবন, পরবর্তীতে তিন-চার দশকের শিক্ষকতা জীবন এবং বিদায় অনুষ্ঠানে সেই বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠান সে এক অন্যরকম প্রাপ্তি বলে অভিব্যক্তি প্রকাশ করেন সংবর্ধিতরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অফিস সহকারী নির্মল কান্তি পাল, দপ্তরী করম আলীকেও অবসরজনিত বিদায় জানানো হয়।

কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষায় অবকাঠামো সমস্যা কমে গেছে। তবে মানসম্মত ফলাফল আমরা পাচ্ছিনা। আগামীতে আরো আন্তরিক হয়ে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন একটি ভালো প্রতিষ্ঠান হাজারো ইউএনও- ডিসি তৈরি করতে পারবে। কিন্তু ইউএনও- ডিসিরা হাজারো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না।

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

মোবাইল আসক্তি কমিয়ে অধিক মনোযোগী হয়ে পড়াশোনা করে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহলে চাকরি পাওয়া সহজ হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি ক্লাসে অন্তত ৫ মিনিট পড়ানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল আহমদ এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ, মৌলভীবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এখলাছুর রহমান, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল।

আরও বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীর মধ্যে ছয়ফুল আলম সাইফুল, মাজহারুল ইসলাম মামুন, নিখিল চন্দ্র মল্লিক, আব্দুল মালিক চৌধুরী শামীম, জহিরুল ইসলাম, হারুন মিয়া, জনক লাল দেশোয়ারা, তুহেল চৌধুরী প্রমূখ। বর্তমান শিক্ষার্থী সানারাত নওশীন, ঐশী চুনাক। সংবর্ধিতদের প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট