1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার কুলাউড়ায় পুকুরে গোসল নেমে পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু ঢাকার রাজপথে ১২ দলীয় জোটের আন্দোলনে ছিলাম: সাবেক এমপি আলী আব্বাস খান কুলাউড়ায় শিববাড়ি মন্দির পরিদর্শনে জেলা জামায়াতের আমির সায়েদ আলী কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে-পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন কুলাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসকের নির্দেশনা কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গ লাকা টা লা শ উদ্ধার কুলাউড়ায় বিশেষ অভিযানে ০৬ আসামী গ্রেফতার কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টায় কুলাউড়া – সিলেটের দুইজন গ্রেফতার 

একটি ভালো প্রতিষ্ঠান হাজারো ইউএনও-ডিসি তৈরি করে দুই গুণী শিক্ষক সংবর্ধনায় ইউএনও মহিউদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র দুই শিক্ষক আব্দুর রকিব ও চিন্ময় দে-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়। আবেগাপ্লুত হয়ে যান উপস্থিত ব্যক্তিগণ। একই বিদ্যালয়ে ৫ বছর শিক্ষাজীবন, পরবর্তীতে তিন-চার দশকের শিক্ষকতা জীবন এবং বিদায় অনুষ্ঠানে সেই বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠান সে এক অন্যরকম প্রাপ্তি বলে অভিব্যক্তি প্রকাশ করেন সংবর্ধিতরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অফিস সহকারী নির্মল কান্তি পাল, দপ্তরী করম আলীকেও অবসরজনিত বিদায় জানানো হয়।

কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষায় অবকাঠামো সমস্যা কমে গেছে। তবে মানসম্মত ফলাফল আমরা পাচ্ছিনা। আগামীতে আরো আন্তরিক হয়ে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন একটি ভালো প্রতিষ্ঠান হাজারো ইউএনও- ডিসি তৈরি করতে পারবে। কিন্তু ইউএনও- ডিসিরা হাজারো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না।

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

মোবাইল আসক্তি কমিয়ে অধিক মনোযোগী হয়ে পড়াশোনা করে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহলে চাকরি পাওয়া সহজ হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি ক্লাসে অন্তত ৫ মিনিট পড়ানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল আহমদ এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ, মৌলভীবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এখলাছুর রহমান, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল।

আরও বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীর মধ্যে ছয়ফুল আলম সাইফুল, মাজহারুল ইসলাম মামুন, নিখিল চন্দ্র মল্লিক, আব্দুল মালিক চৌধুরী শামীম, জহিরুল ইসলাম, হারুন মিয়া, জনক লাল দেশোয়ারা, তুহেল চৌধুরী প্রমূখ। বর্তমান শিক্ষার্থী সানারাত নওশীন, ঐশী চুনাক। সংবর্ধিতদের প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট