শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে গ্যাস পাইপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ১৬ জুলাই বিবিয়ানা গ্যাস লাইনের পাইপ সংস্কার করার সময় পাইপের ভিতরে একটি অজগর সাপ দেখতে পেয়ে কর্মরত শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আলিম মিয়া নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা পাউন্ডেশন কতৃপক্ষ অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, উদ্ধার করা সাপটি একটি অজগরের বাচ্চা। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গরস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।