স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার নছিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—শামীম আহমেদ মোস্তাকিম (২৫), পিতা- কর্নেল আহমেদ, গ্রাম- কেওলাকান্দি, ১০নং হাজীপুর ইউনিয়ন এবং শাহীন মিয়াঁ (২৪), পিতা- মৃত ফিরোজ মিয়া, গ্রাম- দক্ষিণ কেওলাকান্দি, একই ইউনিয়ন।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক নির্দেশে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নছিরগঞ্জ বাজারে আব্দুল মতিনের আয়রন ওয়ার্কশপের সামনে অভিযান চালান। এসময় তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।