স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা চোরাকারবারি। শনিবার (১৯ জুলাই) দুপুরে এ বিষয়ে প্রেসব্রিফিং করেন বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া।বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন শরীফপুর বিওপি সংলগ্ন সীমান্তে প্রায় ২০ জন অজ্ঞাত বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে মাল আনতে অবস্থান করছিলেন।
তাদের মধ্যে হরিপুর গ্রামের মো. সিপার, মো. মাসুক আলী এবং সঞ্জয়পুর গ্রামের মো. সোহাগ মিয়া ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া জানান, বিএসএফের বরাতে তারা জানতে পেরেছেন- আটককৃতদের চোরাচালানি মালসহ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ইরানি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক তিনজনের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি এবং বিজিবির কাছেও কেউ অভিযোগ করেননি।উল্লেখ,কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ এ বিষয়ে নয়া দিগন্তের অনলাইনে শুক্রবার একটি সংবাদ প্রকাশ হলে আজ শনিবার বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া প্রেস ব্রিফিং করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।