স্টাফ রিপোর্টার: উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মদিনা বাহি কাফেলার উদ্যোগে গত ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় চৌধুরী বাজারে এক সাধারণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ আব্দুল বাছিত। সকলের আলোচনা সার্পেক্ষে সর্বসম্মতিক্রমে কাজী সৈয়দ লিয়াকত আলীকে সভাপতি, মোহাম্মদ তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ শামীমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাফিজ ইন্তাজ আলী, সহ-সভাপতি মোঃ সুন্দর মিয়া, সহ-সভাপতি মোঃ তোফাজ্জুল হোসেন, সহ-সভাপতি হাফিজ আব্দুল বাছিত, যুগ্ম সম্পাদক হাফিজ সাজিদ আলী, সহ-সম্পাদক মোঃ জয়নুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক দুলাল আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক ইমন আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ আব্বাস উদ্দিন, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ ইমাদ উদ্দিন, সংস্কৃতিক সম্পাদক নওশাদ আহমদ, সহ-সংস্কৃতিক সম্পাদক রনি আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আজহারুল ইসলাম সেনা, কারী হাফেজ আশিকুর রহমান, মাওলানা ইকবাল হোসেনকে সম্মানিত কার্যকরী সদস্য করে ৩ বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়াজী মদিনা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে স্বাগতিক বক্তব্য রাখেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।