স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারের কুলাউড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী মাওলানা সুলতান মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম হাবিবা জান্নাত নিহার পরিবার মাওলানা সুলতান মিয়ার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে কুলাউড়া থানা পুলিশ সুলতান মিয়াকে আটক করে।
আটককৃত মাওলানা সুলতান মিয়া মৃত মিছির আলীর পুত্র এবং কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের পর আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা (ধর্ষণের চেষ্টা) রুজু করা হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুলাই ২০২৪) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।