স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জাতীয় পার্টির (কাজী জাফর) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কর্মধার কাঁঠালতলী বাজারে আয়োজিত এক কর্মীসভায় এ কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন পরিষদের সদস্য দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ।
আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কর্মধা ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বদরুজ্জামান লুকুস ও মোহাম্মদ রফিক মিয়া।
সভায় শহিদুল ইসলামকে আহবায়ক, বদরুজ্জামান লুকুসকে যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য দিদারুল আলমকে সদস্য সচিব করে ৫৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।