স্টাফ রিপোর্টার।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়া শাখার উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল রবিবার ২০ জুলাই মাগরিবের পর কুলাউড়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিলাদ মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর, বিএনপি নেতা মো. শহীদুল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা লিংকন তালুকদার, শামীম আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সমাজে চলমান বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।