শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার ১৯ জুলাই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরী, এসআই বাবলু কুমার পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার টিকরিয়া গ্রামের প্রফুল্ল কপালীর ছেলে শ্যামল কপালী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হুগলিয়া গাজিপুর গ্রামের আতব আলীর ছেলে মো: শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।