স্টাফ রিপোর্টার।।
ভূকশিমইলের মহেষগৌরি এলাকার বাসিন্দা সোহান আহমদ (৩৫) নামে এক মাসের সাজাপ্রাপ্ত এবং ১০০০ টাকা অর্থদণ্ড ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই ২০২৫) কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সোহানকে ঘাটের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এএসআই মোঃ মানিক মিয়া এবং এএসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক মোঃ ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি সোহান আহমদের বিরুদ্ধে এক মাসের সাজা ও এক হাজার টাকা অর্থদণ্ডের ওয়ারেন্ট ছিল। আজ দুপুর ১১টায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।