স্টাফ রিপোর্টার।।
রাজনগর থানা পুলিশের অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকাল আনুমানিক ১৮:৩০ ঘটিকায় রাজনগর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আনসার আলী ও এএসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাজনগর থানার জিআর-০৩/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামি আহমদ আলী প্রকাশ রিপন (৪২), পিতা-আছিদ আলী, সাং-করিমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এবং রাজনগর থানার মামলা নং-১১(৭)২৫ এর এজাহারনামীয় আসামি মোঃ খালেদ মিয়া (৪৫), পিতা-দিলাল মিয়া, ফারুক মিয়া, সাং-ইছাপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে অদ্য ২১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজনগর থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।