1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে সিলেটে তালামীযের বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে স্থাপন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নীতিনির্ধারণ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ। বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিনিয়ত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। ফিলিস্তিনে বছরের পর বছর ধরে মুসলমানদের ওপর বর্বর ইসরায়েলের দমন-পীড়ন চলছে। কাশ্মীরের মুসলমানরা অবরুদ্ধ অবস্থায় মানবাধিকার বঞ্চনার মধ্যে দিন কাটাচ্ছেন। সিরিয়া ও লিবিয়ার মুসলিম জনগোষ্ঠীও আন্তর্জাতিক শক্তির সংঘর্ষের শিকার হয়ে মানবাধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গা জনগোষ্ঠী নিজদেশ মায়ানমার থেকে বিতাড়িত থাকলেও জাতিসংঘ এসব ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এসব বিষয়কে রেখে বাংলাদেশে স্থায়ী কার্যালয় স্থাপন উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে বন্ধ করতে হবে।

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু ও সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ এর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাহবুবুর রহমান ফরহাদ।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলী রাব্বি রতন, সাবেক কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ছাদেকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সদস্য সাইফুল্লাহ বিন নামর, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি হাফিয সাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি নাজমুল ইসলাম শিহাব, আব্দুল মান্নান, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছাঈদ মো. আশিক, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট