স্টাফ রিপোর্টার ।।
মৌলভীবাজারের কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৩ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো:শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুহাম্মদ আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছুরুক আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড, গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি /দাখিল, ভোকেশনাল ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।