1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত সিলেটের সন্তান এম.এ.জি. ওসমানী: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতির অহংকার কুলাউড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা — পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কুলাউড়া থানা পুলিশের বিশেষ অ’ভিযানে ৬২ পিস ই’য়াবা ট্যা’বলেটসহ গ্রে’ফতার – ১ মৌলভীবাজার ০২ ( কুলাউড়া) আসনে আ’লীগের ভোট ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিতে জামায়াতের জোর তৎপরতা তারেক রহমানের ফোনকলে নির্বাচনের ‘গ্রিন সিগন্যাল’ পেলেন যারা আসুন সকলে মিলে নতুন কুলাউড়া গড়ে তুলি কুলাউড়ার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় বিশেষ অভিযানে ভারতীয় বিড়ি সহ ১৪ আসামী গ্রেফতার প্রবাসী ও রাজনীতি । সাবেক এমপি এম এম শাইন 

বিপুল পরিমাণ অর্থ আ/ত্ম/সাৎ করে পলাতক আমিরাত লুব ওয়েলের আনিছুর

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার : মৌলভীবাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে পলিয়েছে সিটি গ্রুপ অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আমিরাত লুব ওয়েল) নামের একটি প্রতিষ্টানের বিক্রয় প্রতিনিধি মো: আনিছুর রহমান।

প্রতারক আনিছুর রহমান জামালপুর জেলার সরিশাবাড়ী উপজেলার মো: আয়েন উদ্দিনের ছেলে হলেও তার জাতীয় পরিচয়পত্রে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুরের বাসিন্দা উল্লেখ্য রয়েছে।

গত ৪ জুন থেকে প্রতারক আনিছুর রহমান মৌলভীবাজার শহরের ভাড়া বাসা থেকে পালিয়ে গেলে কোম্পানির পক্ষ থেকে আজিজুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেন।

আনিসুর রহমান কতৃক প্রতারণার শিকার ব্যবসায়ীরা জানান, গত মে মাসের ১৫ তারিখ থেকে ৪ জুন পর্যন্ত মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থান থেকে প্যাকেজের দামে লুব্রিকেন্টস কিনে দেওয়ার কথা বলে একাধিক ব্যবসা প্রতিষ্ঠাণ ও ব্যক্তির কাছ থেকে অনুমানিক ২৫/৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, পলাতক আনিছুর রহমান ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মৌলভীবাজার জেলায় ৩ বছর ধরে অবস্থান করে আসছিল। এক সপ্তাহ পরে মাল এনে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে গেলেও পরে তার দুটি ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। ক্ষতিগ্রস্তরা বিষয়টি কোম্পানিকে অবহিত করলেও কোম্পানি বিষয়টি পাত্তা না দেওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ওই কোম্পানির মাল বিক্রয় করে আসা ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ওই কোম্পানির লক্ষ লক্ষ টাকার মাল বিক্রি করে আসছেন তারা। এতোবড় একটি প্রতিষ্টান কি সিকিউরিটি নিয়ে ওই প্রতারককে নিয়োগ দিল। কোম্পানিতে থাকা অবস্থায় এতোবড় একটা প্রতারণা সংগঠিত হলেও থানায় একটি অভিযোগ দায়ের ছাড়া কোম্পানির আর কোন প্রদক্ষেপ লক্ষ করা যায়নি। ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ করেনি মালিক পক্ষের কেউ। এমনকি এ ক্ষতি পুষিয়ে নিতে দাঁড়ায়নি দীর্ঘদিন কোম্পানিটির মাল বিক্রি করে আসা ক্ষতিগ্রস্তদের পাশে।

আমিরাত লুব ওয়েল ইন্ডাস্ট্রিজ এর জোনাল ম্যানাজার গোলাম ইয়াহিয়া বহলুল জানান, আনিছুর রহমান কোম্পানির মৌলভীবাজার জেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন। ব্যবসায়ীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্টানের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার ও ঢাকায় পুলিশি তদন্ত চলমান রয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছে। অচিরেই ধরা পড়বে বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন তিনি।

প্রতারণার শিকার ব্যবসায়ীরা আনিছুর রহমানকে খোঁজে বের করে আইনের আওতায় এনে টাকা উদ্ধার এবং তার শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রতারক আনিছুর রহমানের সন্ধান পেলে তাকে ধরিয়ে দিয়ে প্রশাসনকে সহায়তাসহ ক্ষদিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ব্যবসায়ী সমাজসহ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট