সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এক বিশেষ প্রজাতির টিকটিকির দেখা মেলে, যাকে ইংরেজিতে “Flying Lizard” এবং বৈজ্ঞানিকভাবে ড্রাকো (Draco) বলা হয়।
এই টিকটিকিগুলোর শরীর লম্বাটে এবং আশ্চর্যজনকভাবে এদের পাঁজর ও ত্বক প্রসারিত হয়ে ডানার মতো অংশ গঠন করে। এই বিশেষ গঠন এদেরকে এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেতে নয়, ভেসে যেতে সহায়তা করে।
এরা সাধারণত গাছে বসবাস করে এবং প্রধানত পোকামাকড় খেয়ে জীবনধারণ করে।
এই বিরল প্রজাতির উড়ন্ত টিকটিকি আমাদের দেশের জৈব বৈচিত্র্যের একটি বিস্ময়কর অংশ, যা সংরক্ষণের দাবিদার।
আপনি যদি সিলেট বা চট্টগ্রামের জঙ্গলে থাকেন, তবে ভাগ্য ভালো হলে হয়তো এমন এক “ড্রাকো”র দেখা পেতেও পারেন!
📰 প্রকৃতি ও পরিবেশ ডেস্ক
কুলাউড়ার দর্পণ
www.kulaurardarpan.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।