স্টাফ রিপোর্টার ||
কুলাউড়া, বুধবার দিবাগত রাত ৩ টায় কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল খান রকি (৩৬)-কে। তিনি “ডেভিল” হান্টের তালিকাভুক্ত বলে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান।
গ্রেফতারকৃত রকির পিতার নাম আব্দুল লতিফ খান এবং মাতার নাম বিনা আক্তার। তিনি কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা।
কুলাউড়া থানা পুলিশের একটি সূত্র জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে ডেবিল হান্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, ডেবিলদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।