স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৩শে জুলাই, ২০২৫ তারিখে রাত ১১টা ৪০ মিনিটে কুলাউড়া থানার এসআই (নিঃ) মোঃ মুহিত মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৃথিমপাশা ইউপির রবিরবাজারস্থ সুলতানা ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালিয়ে জাহেদ আহমদ শিবলু (২৫) নামের এক যুবককে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। জাহেদ আহমদ শিবলু কুলাউড়া উপজেলার মনরাজ গ্রামের হাজী আব্দুল মালিকের ছেলে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা নং-২১, তারিখ-২৪/০৭/২০২৫খ্রিঃ রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে, আজ ২৪শে জুলাই, ২০২৫ তারিখে সকাল ৮টা ৪০ মিনিটে কুলাউড়া থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া ইউপির গাজীপুর বাজারের এম এফ রহমান সিলেটি ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে সুখরাম রবিদাস (৩৫) এবং উত্তম রবিদাস (২৫) নামের দু’জনকে ৪১ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা উভয়ই গাজীপুর চা বাগান (৭নং টিলা লাইন), কুলাউড়া গ্রামের দূর্গাচরণ রবিদাসের ছেলে। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৪(খ) ধারায় মামলা নং-২২, তারিখ-২৪/০৭/২০২৫খ্রিঃ রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো:ওমর ফারুক তিনি বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা আছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।