স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ ।।
মৌলভীবাজারের কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্টীর আর্থসামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগীদের মাঝে বকনা ও উপকরন বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন। কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডা: মো:আব্দুর রহমান প্রধান, উপ সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা ( প্রানী স্বাস্থ্য)মিহির কান্তি ভট্রাচার্য, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রাম পাপান ও বেনু তপ্প প্রমুখ। পরে প্রধান অতিথি কুলাউড়ার ইউএনও মো:মহি উদ্দিন আনুষ্টানিকভাবে ৭৭ জন ক্ষুদ্র নৃ গোষ্টীর মধ্যে বকনা ও উপকরন বিতরন করেন। প্রধান অতিথি কুলাউড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো:মহি উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্টীর আর্থসামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষে আপনাদেরকে গরুর বকনা ও উপকরন দেওয়া হয়েছে। আপনারা গরু লালন পালন করে পরিবারের উন্নতি সাধন করাই সরকারের মূল উদ্দেশ্য।
কুলাউড়ায় নৃ জন গোষ্টির মধ্যে বকনা ও উপকরন বিতরনের দৃশ্য।। ভিডিও সংবাদ দেখতে ক্লিক করুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।