স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া উপজেলায় নিজ পিতাকে মারধরের অভিযোগে রুফুল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাবনিয়া গ্রামের বাসিন্দা নওয়াব উল্লাহর পুত্র।
থানা সূত্রে জানা গেছে, রুফুল মিয়া দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ পিতার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত বুধবার (২৩ জুলাই ২০২৫) তিনি পুনরায় তার পিতাকে মারধর করলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রুফুল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।