স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল মোহাম্মদিয়া মাদরাসা পরিদর্শন করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মাদরাসায় পরিদর্শনে আসলে শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে ইউএনও ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পড়ালেখার মান যাচাই করেন। শিক্ষার্থীদের আন্তরিকতা ও অধ্যবসায় দেখে তিনি প্রশংসা করেন।
পরে তিনি মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি মাদরাসার সার্বিক উন্নয়নে সরকারী সহায়তার আশ্বাস প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।