সিলেট প্রতিবেদক।।
সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকালে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, প্রিন্টারের কালি, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর, কজিক অ্যাসিড, কফি এবং মাল্টিভিটামিন রয়েছে। এসব পণ্যের মূল্য ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা ।অভিযানের তথ্য পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, ‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।