স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া থানা পুলিশ জয়পাশা গ্রামের সামছুল ইসলাম রবিউল (২৪)-কে দুটি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪৬১/৩৮০ পেনাল কোডে চুরির মামলা (মামলা নং-৯, তারিখ-১০/৭/২০২৫) দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, রবিউলের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
আজ (২৫ জুলাই, ২০২৫) তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।