
স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ ❘
মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় মামলা দিয়ে মোট ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্র বার (২৫জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর তালিকা: মেসার্স সোহেল ট্রেডার্স – ২৫,০০০ টাকা, মেসার্স হায়দার এন্টারপ্রাইজ – ১০,০০০ টাকা, মেসার্স নিউ মোস্তাকিম আলী – ১০,০০০ টাকা, মেসার্স এ আর খান ব্রাদার্স – ১০,০০০ টাকা।
অভিযান চলাকালে অন্য প্রতিষ্ঠানগুলোকেও চালসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত দামে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন: মোঃ মোকশেদ উল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন আল-আমিন, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার । এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ক্যাব সভাপতি প্রফেসর সৈয়দ মোহম্মদ মহসীন সহ-সভাপতি সৈয়দ তফজ্জল হোসেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।