
ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।
ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় খিদমাতুল খালক্ব ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) খিদমাতুল খালক্ব ফাউন্ডেশন টিলাগাঁও, কুলাউড়া – এর আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিল পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদ, সালামতপুরের ইমাম ও খতিব হাফিয আব্দুল জলিল সাহেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. আল-আমীন, সদস্য সচিব মো. আশফাকুর রহমান, ০৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেওয়ান চান্দ আলী, সিরাজাম মুনিরা মডেল মাদরাসার সহ পরিচালক মো. আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তমজিদ আলী, বাংলাটিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিম, আনুর মিডিয়ার স্বত্বাধিকারী মো. আনুর আলী, কারী আব্দুল মুতালিব দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল ওয়াহিদ বেগ, পূর্ব টিলাগাঁও হযরত শাহজালাল দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা হোসাঈন আহমদ বেগ, সিরাজাম মুনিরা মডেল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তাকিম আলী, বালিয়া শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেন, টিলাগাঁও বাজার জামে মসজিদের ইমাম হাফিয জুয়েল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন তায়েফ আহমদ, সায়েদ আহমদ, জানু মিয়া লিলু, মো. ইউনুস আলী, মো. ইয়াছিন আলী, জাবের আহমদ, মাওলানা রুহিন মিয়া, আহসান হাবিব, নাজমুল হোসেন, জাবেদ আহমদ এবং মাহফুজ ফারদিনসহ আরও অনেকে।
মাহফিলে বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।